‘ট্রানজিশন’ নামের উড়ুক্কু গাড়ি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টেরাফুগিয়া ইনকরপোরেশন। গাড়িটি রাস্তায় চলার পাশাপাশি প্রয়োজন অনুসারে আকাশেও উড়তে পারে। এ বছরের ২৩ মার্চ ট্রানজিশন গাড়িটিকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে আকাশে উড়িয়েছিল প্রতিষ্ঠানটি। টেরাফুগিয়ার বরাতে এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ জানিয়েছে, ‘ট্রানজিশন’ নামের যানটি এক হাজার ৪০০ ফুট ওপরে আট মিনিট ধরে উড়তে সক্ষম হয়েছে। উল্লেখ্য, সাধারণ বিমান তিন হাজার ৫০০ ফুট ওপর দিয়ে ওড়ে। নির্মাতা প্রতিষ্ঠান টেরিফুগিয়া জানিয়েছে, ২০০৬ সাল থেকে উড়ুক্কু গাড়ি তৈরির জন্য কাজ করছে তারা। এ বছর তাদের সেই কল্পনা গাড়িটি বাস্তব রূপ পেয়েছে। রাস্তায় চলার উপযোগী ও আকাশে ওড়ার পরীক্ষায় সফলতার পর আগামী বছরই হয়তো বাজারে আসবে উড়ুক্কু গাড়ি ‘ট্রানজিশন’। চার চাকার এই গাড়িতে দুজনের বসার উপযোগী আসন রয়েছে। আকাশে ওড়ার সময় পাখা বিস্তার করে উড়লেও রাস্তায় চলার সময় এর পাখা ভাঁজ করে রাখা যায়। রাস্তায় প্রতি ঘণ্টায় ৭০ মাইল এবং আকাশে ১১৫ মাইল বেগে ছুটতে পারে ট্রানজিশন। ট্রানজিশন চালু করতে ছোট রানওয়ের প্রয়োজন পড়ে, তাই ট্রাফিক জ্যামে পড়ে গেলে আপাতত সুবিধা মিলবে না। প্রতি গ্যালনে ৩৫ মাইল পর্যন্ত যেতে পারে এই গাড়ি। এই উড়ুক্কু গাড়ি কেনার জন্য ইতিমধ্যে অনেকে অর্ডার দিয়ে রেখেছেন। উড়ুক্কু গাড়ি কিনতে প্রায় ৩০ লাখ ডলার খরচ করতে হবে। ট্রানজিশন চালাতে রোড লাইসেন্সের পাশাপাশি বিমান চালানোর লাইসেন্সও করিয়ে নিতে হবে।
Discussion about this post