মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা ট্রাক মিনি ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যায় আলেখারচর বিশ্বরোড আঞ্চলিক অফিস, খাজা সিএনজি ফিলিং ষ্টেশন সংলগ্ন পশ্চিম পার্শ্বে ট্রার্মিনালে সিএনজি, টাওয়াল টিউব অন্যান্য যন্ত্রাংশের দাম বৃদ্ধির প্রতিবাদ ও কুমিল্লা ট্রাক টার্মিনাল স্থাপনসহ বিভিন্ন দাবীতে আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মোঃ আলাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার ইপিজেড শাখার সভাপতি হাসান ইমাম ও সাধারণ সম্পাদক বিএনপি নেতা জসিম উদ্দিন (কাক্কু)। কুমিল্লা ট্রাক মিনি ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন – সংস্থারন সহসভাপতি আনোয়ার হোসেন, জসিম উদ্দিন, হাসান ইমাম প্রমুখ। প্রধান অতিথি আলাহউদ্দিন বলেন- সারাদেশ ও জেলার বিভিন্ন স্থান হতে ডকাতি ও ছিনতাই হওয়া ঘটনায় মামলায় জড়িয়ে মালিক ও চালককে হয়রানি বন্ধ করণ। পূর্বের নির্দেশ অনুযায়ী কুমিল্লায় আন্তর্জাতিক ট্রাক টার্মিনাল স্থাপন, সকল প্রকার গাড়ী খুচরা যন্ত্রাংশের দাম কমানোর ব্যবস্থা গ্রহণ, পোষ্ট অফিসে জমা গাড়ীর টেক্স, টোকেন ফি ব্যাংক নিচ্ছে না, তা গ্রহণ করার ব্যবস্থা, বারবার ডিজেল গ্যাসের দাম বৃদ্ধি বন্ধ করা, দেশের প্রতিটি জেলায় স্কেল বসানোর ব্যবস্থা, গাড়ি ভাড়া বৃদ্ধি করা, ট্রাক, মিনিট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান পরিবহন শিল্প খাতকে সম্পূর্ণভাবে মূল্যায়ণ করা, ট্রাক পরিবহন সহ বিভিন্ন প্রকার যান বাহনকে যেখানে সেখানে চেক পোষ্ট বসিয়ে পরীক্ষা বন্ধ করে নির্দিষ্ট স্থানে গাড়ির কাগজপত্র চেক করার ব্যবস্থা গ্রহণ করা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় কয়েকটি স্থানে বিশ্রামাগার ও টয়লেটের ব্যবস্থা, বিনা অজুতে পুলিশ ও সার্জেন্টদের চাঁদাবাজিবন্ধ, বিভিন্ন অফিসের নামে গাড়ীর টোকেসহ বিভিন্ন নামে বেনামে চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যা সমাধাণ করণের দাবী জানান বক্তারা।
Discussion about this post