দুই বছর ধরে পড়াশোনার কারণ দেখিয়ে এমনিতেই নাটকে কম কাজ করছেন অভিনেত্রী অপি করিম। গত বছর বিয়ের পর নিয়মিত অভিনয়ের ঘোষণা দিলেও খুব বেশি নাটকে দেখা যায় না অপিকে। তবে আজকে আরটিভিতে অপিকে দেখতে পারবেন ভক্তরা। বৈশাখের বিশেষ নাটক নৈবেদ্যতে দেখা যাবে তাকে। সাহিদা খানম রানুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নুজহাত আলভী আহমেদ। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে অপি জানান, ‘হাতে যখনই পর্যাপ্ত সময় থাকে তখনই আমি ভালো নাটকের স্ক্রিপ্ট খুঁজি এরং যদি ভালো গল্প পেয়ে যাই অভিনয় করতে পরিচালকের চেয়ে আমিই বেশি উৎসহ দেখাই নাটকটিতে কাজ করার জন্য। নৈবেদ্য নাটকের গল্পটি প্রথম যখন হাতে পেয়েছিলাম বারবার সেটি পড়েছি। গতানুগতিক নাটকের গল্প থেকে এটিকে সম্পূর্ণ আলাদা মনে হয়েছে আমার কাছে। আশা করি নাটকটি দেখে দর্শক নতুন কিছু সম্পর্কে জনতে পারবে।’ এতে অপির বিপরীতে অভিনয় করেছেন সজল। নাটকের গল্প সম্পর্কে পরিচালক বলেন, ‘সজল ও অপি করিম একে অপরকে অনেক ভালোবাসে। তাদের ভালোবাসাকে পূর্ণতার রূপ দিতে সজলকে বিয়ে করতে চায় অপি করিম। কিন্তু সজল গড়িমসি করে। একসময় অপি জানতে পারে সজল অন্য এক ধর্মালম্বী। অপির ধর্ম আর সজলের ধর্ম ভিন্ন। নাটকটি তখন মোড় নেয় আরেক নাটকীয়তায়।’
পর্দায় অপির উপস্থিতি কম কেন? এমন প্রশ্নের উত্তরে অপি বলেন, এখন ধারাবাহিক এবং একক মিলিয়ে ডজনখানেক নাটকের কাজ আমার হাতে আছে। এগুলোর প্রচার শুরু হলে আমাকে আর এ প্রশ্নটির মুখোমুখি হতে হবে না। যদি জিজ্ঞাসা করা হয় মাঝখানে আমাকে কম দেখা যাওয়ার কারণ কী? উত্তরে বলব, পড়াশোনার চাপ পাশাপাশি বিয়ের আনুষ্ঠানিকতা ও নতুন সংসার গোছানোরও একটি ব্যাপার ছিল। তবে এখন আবারো আমি পুরোপুরিভাবে নাটকে মনোযোগ দিয়েছি।
উল্লেখ্য, নৈবেদ্য নাটকটি আজ রাত ৮টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।
Discussion about this post