রোববার সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি। দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। বিএনপি’র সিনিয়র নেতাদের সঙ্গে চেয়ারপার্সন খালেদা জিয়ার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক থেকে বের হয়ে ভারপ্রাপ্ত মহাসচিব হরতালের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা বৈঠকে অংশ নেন। বৈঠকে বৃহস্পতিবার রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও শনিবার ঢাকাসহ সারা দেশের মহানগরী জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করারও সিদ্ধান্ত হয়। বুধবার রাত ৮টায় বিরোধী দলীয় নেত্রীর রাজনৈতিক কার্যালয় গুলশানে এ বৈঠক বসে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার মওদুদ আহমেদ, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমকে আনোয়ার, ড. আর এ গণি, আ স ম হান্নান শাহ, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ বৈঠকে অংশ নেন।
Discussion about this post