মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কুমিল্লার কৃতি সন্তান, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক এম কে আনোয়ার এমপি সহ ১৮ দলীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোডে কুমিল্লা (দ.) জেলা বিএনপির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। এ বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহসভাপতি ও জেলা বিএনপি’র সভানেত্রী বেগম রাবেয়া চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি সাবেক এমপি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কোতয়ালী বিএনপি’র এড. আলী আক্কাস, শহর বিএনপি’র সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন ভিপি, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইউম, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তাফা জামান, যুব বিষয়ক সম্পাদক মজিবুর রহমান কামাল, যুবদল সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারন সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মজিবুর রহমান, সাবেক জি এস মুহাম্মদ সানাউল্ল্যা মজুমদার, কোতয়ালী বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক শফিউল আলম রায়হান, জেলা মহিলা দল নেত্রী সাখিনা বেগম, জেসমিন আক্তার, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন প্রমুখ।
এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন সহ ১৮ দলীয় শীর্ষ নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি বিশ্ব রোডে কুমিল্লা উত্তর জেলার দাউদকান্দি উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মানব বন্ধন কর্মসূচী পালন করে। মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা বিএনপি সভাপতি এ,কে,এম সামছুল হক, সাধারন সম্পাদক আবুল হাসেম চেয়ারম্যান, পৌর বিএনপি সভাপতি হাজ্বী আঃ ছাত্তার, ভারপ্রাপ্ত সধারণ সম্পাদক আঃ সাত্তার, নুর মোহাম্মদ সেলিম, নাঈম সরকার, কাউসার আলম সরকার, ফারুক আহম্মেদ রিপন, কামাল হোসেন, নাসির উদ্দিন ভূঁইয়া, মহিলা দলের নেত্রী আইরিন সরকার, ফরিদা আক্তার, রাজিয়া, শিল্পী প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে বক্তাগণ অবিলম্বে ড. খন্দকার মোশাররফ হোসেনের নি:শর্ত মুক্তি দাবি করেন। নতুবা অনির্দিষ্টকালের জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হবে বলে সরকারকে হুশিয়ারী উচ্চারন করেন।
হোমনায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এম.কে আনোয়ার’র গাড়ী বহরে হামলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী এম.কে আনোয়ারের গাড়ি বহর ও নেতাকর্মীদের মোটর সাইকেল আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। গতকাল সোমবার দুপুরে কুমিল্লার হোমনা উপজেলা কার্যালয়ের সামনে এ হামলা চালায় বলে বিএনপি নেতাকর্মীরাদের দাবী। তবে এ ঘটনার সাথে কারা জড়িত রয়েছে তা পুলিশ এখনো খোঁজে পায়নি। এ ঘটনায় হোমনা উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা জানায়- ৩১ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে হোমনা শিল্পকলা একাডেমীতে এম.কে. আনোয়ার এমপিকে গণসংবর্ধনার আয়োজন করে হোমনা বিএনপি। অথচ বিএনপির অনুষ্ঠান ভঙ্গ করতে রোববার আওয়ামী লীগ ওই একই স্থানে বর্ধিত সভার আয়োজন করে। রোববার রাত সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই স্থানে ১৪৪ ধারা জারি করায় পরবর্তীতে বিএনপি স্থান পরিবর্তন করে এম.কে. আনোয়ারের বাসভবনে গণসংবর্ধনার আয়োজন করা হয়। গতকাল সোমবার দুপুর দেড়টায় তিতাসের একটি জনসভা শেষে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে এমপি তার বাসভবনে যাওয়ার পথে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনের ছোট ভাই লিটন মিয়া দলবল নিয়ে ওই শোভাযাত্রার এম.কে. আনোয়ারের গাড়ির সামনে চেয়ার ছুঁড়ে মারেন। এ ঘটনার পর বিএনপির সব নেতাকর্মী ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এ সময় আওয়ামীলীগ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে দু’ দলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুমিল্লা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত; আহত ১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া নামক স্থানে সোমবার (৪ জুন) ভোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময় অপর ১৮ জন যাত্রী আহত হয়েছে। নিহতরা হলেন- হানিফ এন্টারপ্রাইজ বাসের সুপারভাইজার স্বপন (৩০) ও অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ (৬০) যাত্রী। হাইওয়ে ইলিয়টগঞ্জ ফাঁড়ির সাজেন্ট আনোয়ার জানান, সোমবার ভোর ৪টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-২৬০০) ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-১৮৭৯) মুখোমুখী সংঘর্ষ ঘটলে বাসটি মহাসড়কের পাশের একটি পুকুরে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার স্বপনসহ অজ্ঞাত পরিচয়ের এক বয়স্ক পুরুষ নিহত হয়। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতরা হলো চট্টগ্রাম হুলসী এলাকার যতীন্দ্র মোহন এর ছেলে রঞ্জন, তার স্ত্রী আয়বী, কন্যা পুস্পিতা, শুস্ময়, একই এলাকার জুম্মন ব্যাপারীর ছেলে আবুল হোসেন, আহাম্মদ আলীর মেয়ে মুন্নী, দুলাল মিয়ার স্ত্রী আফসানা, রহমত উল্লার ছেলে আব্দুর রহিম, সিরাজুল ইসলাম এর ছেলে মো. সোহেল, কুমিল্লার বরুড়া উপজেলার মকবুল হোসেন এর ছেলে মাসুদ আলম, ঢাকার দেউরী এলাকার মো. জাহাঙ্গীর আলম এর ছেলে ফাহিম, পাবনা সাথিয়া উপজেলার মহিউল ইসলাম এর ছেলে মাসুদসহ ১৮ যাত্রী।
Discussion about this post