মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে : গতকাল ময়মনসিংহ শহরের প্রান কেন্দ্র নতুন বাজার মোড়ে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদল সভাপতি আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে আগামী ১১ জুন ঢাকায় আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সমাবেশে সর্বস্তরের জনগনকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান মিথ্যুক সরকারের পতনের লক্ষে আন্দেলন সংগ্রামে অংশ গ্রহন করার জন্য আহ্বান জানান। তিনি গতকাল কেন্দ্রীয় ১৮ দলীয় জোটের আহ্বানকৃত গণ মানুষের দাবী সম্বলিত প্রচার পত্র প্রদানের মাধ্যমে জনগনের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তাঁর সাথে ছিলেন জেলা বিএনপি নগর, সদর শাখা অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সর্বজনাব অধ্যাপক শেখ আমজাদ আলী, রতন আকন্দ, হাসিনা হক পেয়ারা, এড: আজিজুল হক খান, ফারজানা রহমান হুসনা, মিলন আকন্দ, সাজ্জাদ খান, মো: হানিফ মিয়া, তানভিরুল ইসলাম টুটুল, সুজাউদৌলা সুজা, সাদেকুর রহমান, সাইফুল ইসলাম, ইকবালুর রহমান, জাহিদুল ইসলাম মনু, সাইফুল ইসলাম বাদল, কাজী সাজ্জাদ, সাইফুল ইসলাম, গোলাম মোর্শেদ শাহীন, রাহাত হোসেন তালুকদার, নাজমুননাহার, সাদেক আলী, এম রাসু, জিল্লুর রহমান, খন্দকার আবুল কাশেম, ইমামুল হাসান, মঞ্জুর মুন্সী সহ অসংখ্য নেতা কর্মী, সমর্থকবৃন্দ।
ময়মনসিংহে যক্ষ্মা রোগ প্রতিরোধে মসজিদের ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায়-ডেপুটি সিভিল সার্জন
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে : গতকাল ময়মনসিংহ জেলা যক্ষ্মা রোগ প্রতিরোধে মসজিদের ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত এতে সভাপতিত্ব করেন, জেলা (নাটাব) এর সাধারণ সম্পাদক এডভোকেট শমসের আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ সুজিত কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি- এমসিএস ডাঃ পরিক্ষিত কুমার পার, সোস্যাল মবিলাইজার (নাটাব) কামরুজ্জামান, ফিল্ড অফিসার- মঈনউদ্দিন, আমিরুল ইসলাম, হোসনোআরা বেগম, মসজিদের ইমাম ইমদাদুল হক প্রমূখ। প্রধান অতিথির বক্তব্য বলেন, ৩ সপ্তাহের বেশী কাশি যক্ষ্মার প্রদান লক্ষণ। রোগীকে কফ পরীক্ষার জন্য দ্রুত ক্লিনিকে পাঠান।
Discussion about this post