আক্তার হোসেন ভূইয়া; নাছিরনগর, ব্রাহ্মণবাড়িয়া: অবিশ্বাস হলেও সত্য এক মধ্য বয়সী মানুষ কাঠের রোয়া (টুকরা) দিয়ে উপর্যুপরি আঘাত করে পর পর ২টি ফানক সাপ মেরে ফেলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকালে উপজেলা সদরের দাতঁমন্ডল গ্রামে। এলাকাবাসী জানায়, নাসিরনগর-সরাইল সড়কে দাতঁমন্ডল গ্রামের ঋষিপাড়া নামক ব্রীজের পাশে দুইটি ফানক সাপ ফনা মেলে ঝড়গা করতে দেখে কয়েক জন কিশোর পাশ্ববর্তী বাড়ির বাবু লাল রবি দাস (৪৫) নামে জনৈক ব্যক্তি জানায়। তিনি সামনে পড়ে থাকা কাঠের লম্বা টুকরা (রোয়া) হাতে নিয়ে ২টি সাপকে(ফানক) আঘাত করে একে একে দুইটিকেই মেরে ফেলে। আর খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সাপ দেখতে ভীড় জমায়। একটি সাপ সাড়ে চার হাত ও অন্যটি চার হাত লম্বা। বাবু লাল ওরফে রবি দাস জানায়, তিনি প্রতি বছর অন্তত একটি বিষাক্ত সাপ মেরে থাকেন। এতে তিনি ভয় পায় না।
Discussion about this post