সিরাজুল হক মানিক, সৌদি আরব: “নিজে উপকৃত হব অন্যকে উপকৃত করব” এই প্রত্যয় নিয়ে গতকাল রিয়াদের হাফ-মুন অডিটরিয়ামে অনুষ্ঠিত হল দেশের অন্যতম রিয়েল এষ্টেট কোম্পানী আল ইফাদা প্রপার্টিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা। আল ইফাদার ফরেন ডাইরেক্টর আবদুল কাদেরের পরিচালনায় আল-ইফাদার চেয়ারম্যান প্রকৌশলী হোসাইন আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ মোস্তাফিজুর রহমান, আবু ইউছুপ, আল ইফাদার ডাইরেক্টর ইনভেষ্ট খোরশেদ আলম, রিয়াদ কো-অডিনেটর জয়নাল আবেদিন, অডিট ডাইরেক্টর রাশেদুজ্জামান, সিরাজউদৌলা, নজরুল ইসলাম, আবদুল করিম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সৎ, কর্মঠ ও নিষ্টাবান একজন তরুনের সমন্বয়ে গঠিত আল ইফাদা প্রপার্টিজ লিমিটেড প্রিয় মাতৃভুমির উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করবে। রাজধানীর অনতিদূরে কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে আমরা গড়ে তুলেছি আল ইফাদা সাউদিয়া সিটি। যেখানে রয়েছে সাধারণ আয়ের এবং নিরীহ প্রবাসীদের কিস্তি ভিত্তিক প্লট ক্রয়ের সূবর্ণ সুযোগ। এছাড়া ঢাকার বাড্ডা, চট্টগ্রাম এবং সিলেটে প্লট ও প্লাট প্রকল্পের কাজ পুরোদমে এগিয়ে চলছে। আল ইফাদার অন্যতম প্রকল্প ওমরা ও হজ্জ কাফেলার মাধ্যমে প্রতিবছর বাংলাদেশের হাজীদের সঠিকভাবে হজ্জ করিয়ে ইসলামী মূল্যবোধ ও দেশের ভাবমর্যাদা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। অনুষ্ঠানে আল ইফাদার বিগত এক বছরের লভ্যাংশ ও সাটিফিকেট বিতরণ করা হয়।
Discussion about this post