নাজমুল হক বাংলার র্বাতা জামালপুর প্রতনিধিঃ জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় সামগ্রীক উন্নয়ন করে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী পালনের মধ্য দিয়ে দেশকে একটি আধুনিক ও সম্মৃদ্ধশালী মধ্যম আয়ের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যারা দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করছে, দেশের জনগণ তাদের অবশ্যই নির্বাচনের মাধ্যমে মূল্যায়ন করবেন। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ আজ জামালপুরের বকশিগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে গরীব ও দুস্থদের মাঝে ঢেউ টিন বিতরণ উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন। তথ্য মন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত জোট চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বানচাল করতে যে কোন পন্থায় সরকারের পতন ঘটানো। তথ্য মন্ত্রী তৃণমূল থেকে সব জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানান। তথ্য মন্ত্রী এর আগে বকশিগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্মিত শহীদ আহাদুজ্জামান উন্মুক্ত মঞ্চ এবং বকশিগঞ্জ থানায় কমিউনিটি পুলিশিংয়ের একটি সর্ভিস ডেলিভারি সেন্টার উদ্বোধন ও গরীব দুঃস্থদের মাঝে ঢেউ টিন বিতরণ করেন।
Discussion about this post