নজরুল ইসলাম মিন্টু বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত ও ৮জন আহত হয়েছেন। নিহত দুই যাত্রী মাছের ব্যবসা করতেন বলে জানা গেছে। নিহতদের স্বজনরা খবর পেয়ে পুলিশ পৌঁছার আগেই দুর্ঘটনাস্থল থেকে লাশ নিয়ে গেছে। জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নাটোর থেকে বগুড়া অভিমুখী যাত্রীবাহী সোমা এন্টারপ্রাইজ (নাটোর-জ ১১-০০৩৩নং)একটি বাস বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ইউসুবপুর নামক স্থানে পৌঁছলে বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের দুই যাত্রী সিংড়া উপজেলার কুড়িপাঁকিয়া গ্রামের আশরাফ আলী (৫০) ও একই উপজেলার ইটালী গ্রামের সমজান আলী (৬০) নিহত এবং ৮জন আহত হন। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। থানার পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের স্বজনরা তাদের লাশ নিয়ে গেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার থেকে এবিষয়ে মামলা দায়ের করা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post