হাকিকুল ইসলাম খোকন, বাপসনিঊজ: বিকাল ৩টায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে নর্থ আমেরিকা আওয়ামীলীগের উদ্যোগে বিশ্বব্যাংকের পদ্মা সেতু প্রকল্পের বাতিলকৃত ঋণ পূনর্বহালের দাবীতে ‘‘লেটার ক্যাম্পেইন’’ কর্মসূচীর উদ্বোধন। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডঃ প্রদীপ রঞ্জন কর। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা। উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন রতন বড়–য়া,সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, শরীফ সাহাব উদ্দিন, চন্দন দত্ত,লুৎফুল কবীর, কামাল উদ্দিন, রমেশ নাথ, আক্কাস আলী, একে চৌধুরী, কাওছার পারভিন প্রমুখ। খবর বাপসনিঊজ. বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের বরাবর নর্থ আমেরিকা আওয়ামীলীগের পক্ষ থেকে, পদ্মা সেতু প্রকল্পে ঋণ চুক্তি পূনর্বহাল রাখার যৌক্তিকতা ও দাবী সম্বলীত পত্র প্রেরণের মধ্য দিয়ে শুরু হয় লেটার ক্যাম্পেইন কর্মসূচী। এরপর সংগঠনের উপস্থিত সদস্যরা নিজ নিজ নামে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বরাবর আলাদা আলাদা পত্র পাঠান। পত্র পাঠানোর চলমান কর্মসূচী যতদিন পর্যন্ত ঋন চুক্তি পূনর্বাহাল না হবে ততদিন পর্যন্ত অব্যাহত থঅকবে বলে উদ্যোক্তরা জানান। অনুষ্ঠানে পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ঋণ পূনর্বহালের দাবী আরো জোড়ালো করার প্রয়োজনে আওয়ামীলীগ পরিবারবর্গের সকল সদস্যসহ মুক্তিযুদ্ধের পক্ষের দেশপ্রেমিক সকল জনগণকে এই “লেটার ক্যাম্পেইন’’ কর্মসূচীতে অংশ গ্রহন করার আহ্বান জানানো হয়েছে। বাপসনিঊজ.
Discussion about this post