ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা গতকাল রোববার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ মো: নজরুল ইসলাম। সভায় কোম্পানির বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান শাহরিয়ার খালেদ, নির্বাহী কমিটির চেয়ারম্যান হেলাল মিয়া, পলিসি অ্যান্ড কেইমস সাব-কমিটির চেয়ারপারসন আয়েশা হুসনে জাহান, পারচেজ সাব-কমিটির চেয়ারপারসন নাজনীন হোসেন, পরিচালক খন্দকার মোস্তাক মাহমুদ, মোহাম্মদ মিজানুর রহমান, মোজাম্মেল হোসেন, আসাদ খান, রাবেয়া বেগম, সামির ওবায়েদ, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কাজী ফরিদ উদ্দিন আহমেদ এফসিএ, কোম্পানির শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরী ও কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর একরামুল আমিন এফসিএ প্রমুখ উপস্থিত ছিলেন। সাধারণ সভায় বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে বার্ষিক প্রতিবেদক-২০১১ সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ স্টক ও ১২.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।
Discussion about this post