মোঃ হাবিবুর রহমান খান, কুমিল্লা প্রতিনিধি-
কুমিল্লার লাকসাম পাইলট হাই স্কুলের হিন্দু শিক্ষক কৃষ্ণ পদ সরকার পবিত্র কোরআন , ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ছাত্র বিক্ষোভ হয়েছে । গতকাল বুধবার দুপুরে স্কুলের দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাশ চলাকালে ওই শিক্ষক শিক্ষাথীদের সামনে ধর্ম নিয়ে কটুক্তি করেন। ফলে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করে ওই শিক্ষকের বিচার দাবী করে।ঘটনার পর স্কুল বন্ধ রয়েছে । উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহগীর আলম ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গাউসুল আজমকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,ম্যানেজিং কমিটির সদস্য তাবারক উল্লাহ কায়েস ও স্কুলের সিনিয়র শিক্ষক কোরবান আলী। শিক্ষার্থীরা জানায়, ইংরেজি শিক্ষক কৃষ্ণ পদ সরকার বিজ্ঞানের ক্লাশ নেয়ার সময় ওই সব কটুক্তি করেন।তিনি প্রায়ই তার ক্লাশে ধর্ম নিয়ে কটুক্তি করেন।বুধবার বাজে ভাবে কটুক্তি করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ক্লাশ থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করে ওই শিক্ষকের অপসারণ দাবী করে।এসমস্কুলে উত্তেজনা ছাড়িয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বেত্রাঘাত করে দাবানোর চেষ্টা করে।পরে পরিস্থিতি সামাল দিতে না পেরে ঘন্টা বাজিয়ে স্কুল ছুটি দিয়ে দেয়। এদিকে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠায় অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Discussion about this post