মোহাম্মদ জালাল উদ্দিন কুয়েত ঃরহমতের আশ্বাস, মুক্তির প্রতিশ্র“তি, বদরের গৌরব, কদরের সম্মান সর্বময়, কল্যাণ নিয়ে সমুপস্থিত মহিয়ান মাহে রমজান। কুয়েস্থ ঝিনাইদাহ পোড়াহাটি ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল ৩ আগষ্ট ২০১২ রাজধানী হোটেলে অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। ঝিনাইদাহ পোড়াহাটি ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ’র সিনিয়র সহ সভাপতি রফিকুল আলম খান মোকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি কুয়েত’র সভাপতি আব্দুল কাদের মোল্লা। রবিউল ইসলাম খান টুটু’র উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মইনুল আল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতি, কুয়েত, শের আলী খান স্বপন সাধারণ সম্পাদক জিয়া সাংস্কৃতিক পরিষদ, কুয়েত, সফিকুল ইসলাম সফি উক্ত সমিতির প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে ঝিনাইদাহ পোড়াহাটি ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ’র সদস্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন ঝিনাইদাহ পোড়াহাটি ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ’র একটি অরাজনৈতিক, সামাজিক সংগঠন। আমরা এই সংগঠনের মধ্যে বিভিন্ন ধরণের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এতিম, দুস্থ সকলের পাশে সর্বদায় সহযোগীতা করি। পরিশেষে ঝিনাইদাহ পোড়াহাটি ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদ’র কার্যকরী কমিটি’র ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত মেয়াদ এর ঘোষণা দেন। উপরোক্ত কার্যকরী কমিটি ২০ সদস্য বিশিষ্ট। সভাপতি আইয়ুব আলী খান (আইয়ুব), সিনিয়র সহ সভাপতি রফিকুল আলম খান (মোকা), সহ-সভাপতি আমির হোসেন (আমির), সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (বাবুল), সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম খান (ফিটু), সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান (ডাবলু), সহ-সাংগঠনিক সম্পাদক রব্লি ইসলাম (রিপন), অর্থ সম্পাদক রেজাউল ইসলাম (রেজাউল), সহ অর্থ সম্পাদক সেলিম হোসেন (সেলিম), সমাজ কল্যাণ সম্পাদক অলিয়ার রহমান খান (আলি), সহ সমাজকল্যাণ সম্পাদক লতিফ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান (আসাদ), সহ দপ্তর সম্পাদক বিল্লাল, প্রচার সম্পাদক আবদুল মালেক (মালেক), সহ প্রচার সম্পাদক বশির আহমেদ (বশির), অফরা অঞ্চল সম্পাদক কালাম, সেবদী অঞ্চল সম্পাদক রেজাউল হারেস, কার্যকরী সদস্য আমির হোসেন (চৌধুরী), আনোয়ার, ভুলু। উপদেষ্টা মন্ডলী শফিকুল ইসলাম (শফিক), রবিউল ইসলাম খান (টুটু), হাবিবুর রহমান (মিলন), আলতাফ (বারোইখালী), মোস্তফা কামাল (মোস্তফা)। পরিশেষে দোয়া ও ইফতার পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post