পাবনা থেকে মোবারক বিশ্বাস ঃ “পাপ বাপকে ছাড়ে না”। সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার কাচিকাটা নামকস্থানে সিএনজি চালককে হত্যা করে সিএনজি ছিনতাই করে পাবনা ঈশ্বরদীতে বিক্রয় করতে এসে রোববার রাত ১টার দিকে ঈশ্বরদী ইপিজেড গেট এলাকায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ৩ যুবক। পরবর্তিতে আটককৃতদের তাড়াশ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটকৃতরা হলেন- তাড়াশের কাচিকাটা এলাকার নাজদুল সরদারের ছেলে ফরহাদ (২০), মজিবরের ছেলে রাসেল রানা (১৯) ও কাবেদের ছেলে কাওসার (২০)। রাতেই তাদের তাড়াশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, শনিবার রাতে তাড়াশ এলাকার কাচিকাটা ৯ নম্বর ব্রিজ এলাকা থেকে চালক শরিফুল (২০)কে হত্যা করে ওই ৩ ছিনতাইকারী অটোরিকশা নিয়ে ঈশ্বরদী আসেন।
রোববার রাতে তারা ঈশ্বরদী ইপিজেড এলাকায় ছিনতাইকৃত অটোরিকশাটি বিক্রির জন্য দেনদরবার শুরু করেন। বিষয়টি নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বিরোধ হলে ঊভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে টহলরত পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবলু রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের মধ্যে আটক ব্যক্তিরা ছিনতাই ও হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তিতে ঈশ্বরদী থানা পুলিশ তাড়াশ থানা পুলিশের হাতে গ্রেফতারকৃতদের সোপর্দ করে। এ ঘটনায় নিহত অটোরিকশা চালক শরিফুলের বাবা মুকুল বাদী হয়ে তাড়াশ থানায় হত্যা ও ছিনতাই মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
Discussion about this post