হাকিকুল ইসলাম (খাকন,বাপসনিঊজ:যুক্তরাস্ট্রের নিউইয়র্কে গতকাল ১৫ আগস্ট বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৬৮তম জন্মদিন উপলক্ষে ৬৮ পাউন্ড ওজনের বিশাল কেক কেটে দিবসটি পালন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও ৩৪টি অঙ্গ সহযেগি সংগঠন। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের প্রিন্স রেস্টুরেন্টে রাত ১২টা ১ মিনিটে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন কেন্দ্রিয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরির সদস্যসচিব আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গ্রেটার ওয়াশিংটন বিএনপির সভাপতি শরাফত হোসেন বাবু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৩৪টি অঙ্গ ও সহযোগি সংগঠনের প্রধান সমন্বয়ক বেলাল মাহমুদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কাজী আজম, জসীম উদ্দীন ভূঁইয়া, নূর মোহাম্মদ, গোলাম ফারুক শাহীন, রফিকুল মাওলা, তোফায়েল চৌধুরী লিটন, সাইদুর রহমান সাইদ, এমএ খালেক আকন্দ, সৈয়দ বাহলুল উজ্বল, মোবারক হোসেন অঞ্জন, মেহেদী হাসান, ছাত্রদল সভাপতি পরাণ চৌধুরী, সাধারণ সম্পাদক অর্ণব ফারুক রুবেল, সিনিয়র সহ-সভাপতি মোবাস্বের রানা, মুক্তিযোদ্ধা দলের মীর মশিউর রহমান, ওয়াহেদ আলী মন্ডল, ইঞ্জিনিয়ার আব্দুল হক, তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের মোস্তাক আহমেদ, নাসিম আহমেদ, রুহুল আমীন নাসির, জাহাঙ্গীর আলম, আমরা জিয়ার সৈনিকের সাধারণ সম্পাদক এসএম মাইনুল করিম টিপু, দেওয়ান কাউসার, তারেক জাগরণ পরিষদের সমন্বয়ক আবুল কাশেম, নিউইয়র্ক স্টেট বিএনপির নেতা তৌফিক মিয়া, ইকবাল আনসারী, নিউইয়ক সিটি বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন রাজু, ওয়াশিংটন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের রইস উদ্দীন, মাহবুবুল আলম আলমগীর, আবুল হোসেন মেম্বর, বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম নেতা আব্দুস সবুর, শফিকুর রহমান দুলাল, নাসিমুল গনি বুলেট, মো. আবুল হাসান, সেলিম হোসেন ও মো. ফারুক,খবর বাপসনিঊজ।কেন্দ্রিয় নেতা আব্দুস সালাম তার সংক্ষিপ্ত বক্তব্যে দেশনেত্রীর দীর্ঘায়ু কামনা করে বলেন, বাংলাদেশে আওয়ামী দু:শাসন চলছে। দেশের জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিদেশী উদ্যোক্তারা এই সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। পদ্মসেতুসহ বাংলাদেশের বড়বড় বাজেটের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন আজ হুমকির সম্মখীন। দেশের সর্বত্র সাংবাদিক হত্যা, খুন, গুম, লন্ঠন, দলীয়করণ ও সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে বর্তমান সরকার বিশ্বের দরবারে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত করেছে। স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ‘‘ দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’’ আন্দোলনে শরিক হয়ে দেশকে জালীম সরকারের হাত থেকে রক্ষা করতে হবে। ঈদের পর বিএনপি চেয়ারপার্সন আন্দোলনের ডাক দেবেন। সবাই ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। যুক্তরাষ্ট্র বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দলকে বিভক্তির দিকে না নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। প্রতিহিংসা নয় প্রতিযোগিতার মাধ্যমে নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করুন।
Discussion about this post