বগুড়া জেলা প্রতিনিধি ঃ মহাস্থান মাজার মসজিদের বাথরুমের সেপ্টি টাংকির বিস্ফোরণে মুসল্লি সহ নিহত ১ আহত ৩। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোর অনুমান ৫টার সময় মহাস্থান মাজার মসজিদের মুসল্লিরা সবে কদরের নামাজ পড়ে বাথরুমে গেলে হঠাৎ বিকট শব্দে বাথরুমের বিল্ডিং ধ্বসে পড়ে এবং বাথরুমে থাকা ৪ জন আটকা পড়ে। এ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ৪ জনকে উদ্ধার করে বগুড়া শজিমেকে প্রেরণ করেন। সেখানে সোনাতলার জুমারবাড়ীর খলিলুর রহমান (৬০) নামে একজন মুসল্লি মৃত্যু বরণ করেন। উল্লেখ্য যে, গত বছরে প্রায় ২২ লক্ষ টাকা ব্যায়ে বাথরুমের বিল্ডিংটি নির্মান করা হয়েছে। আহতদের মধ্যে একজন মহিলা সুইপার ও বাকী দুজন মুসল্লি। ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহেল রানা জানান অপরিকল্পিতভাবে বাথরুমের টাংকির উপর বিল্ডিং নির্মাণ এবং বাথরুম পরিস্কারের অভাবে গ্যাসের চাপে বিল্ডিংয়ে বিস্ফোরণ ঘটেছে বলে তিনি মনে করেন। শিবগঞ্জ থানা ওসি হাবিবুর রহমান জানান, বাথরুমে গ্যাস বাহির হতে না পারায় এ ঘটনা ঘটতে পারে।
Discussion about this post