মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকেঃ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুরের কলতাপাড়ার বড়ইতলা নামকস্থানে ২৫আগষ্ট শনিবার সকাল আনুমানিক সাড়ে দশটায় ভৈরবগামী শ্যামল ছায়া (ময়ঃ ব-১১-০০০৫) যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ঠ হয়ে রুহুল আমিন (২৫) নামের এক পথচারী ঘটনাস্থলেই মারা যায়। এসময় উত্তেজিত জনতা ঐ বাসে আগুন ধরিয়ে দিলে খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশের সহযোগিতায় ঈশ্বরগঞ্জ ফায়ার সিির্ভসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে সকল প্রকার যান চলাচল প্রায় ২ঘন্টা বন্ধে থাকে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জনা যায়, গাঁও রামগোপালপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে রুহুল আমিন ৩মাসের বিবাহিত জীবনে গতকাল স্ত্রীর সাথে সকালে খাবার খেয়ে মাথার চুল কাটার জন্য বাড়ী থেকে সাইকেল যোগে বড়ইতলা বাজারে যাচ্ছিল। এসময় এসড়কে ময়মনসিংহ থেকে ভৈরব গামী শ্যামল ছায়া (ময়ঃ ব-১১-০০০৫) ও বিআরটিসি- (ঢাকা মেট্ট্রো-ব-১১-৫১৬৬) দ্রুত গতিতে একে অপরকে পিছনে ফেলার প্রতিযোগীতা করতে গিয়েই বাসের চালক নিয়ন্ত্রন হারালে এদুর্ঘটনা ঘটে। এসময় উভয় বাসের চালক পালিয়ে গেলেও পুলিশ ২টি বাস আটক করেছে।
অপরদিকে গতকাল দুপুর ১.৩০ মিনিটে গৌরীপুর-রামপুর সড়কের দাড়িয়াপুর নামক স্থানে সিএনজি চালক নিয়ন্ত্রন হারিয়ে পিছন দিক থেকে মোটরসাইকেল আরোহী কে চাপা দিলে বোকাইনগর ইউনিয়নের বীরপুর গ্রামের সফির উদ্দিন (৫০) ঘটনাস্থলেই মারা যায়। এসময় চালক পালিয়ে গেলেও পুলিশ সিএনজি আটক করে।
নান্দাইলে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু
মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীর পুর গ্রামে অটো বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে জহুরা খাতুন (৩৫) নামে এক মহিলা মারা গেছে। জানা যায়, আঃ ছাত্তারের স্ত্রী জহুরা খাতুন শনিবার সকালে অটোবাইকে চড়ে নান্দাইল আসার পথে অসাবধানতা বশতঃ গলার ওড়না অটোবাইকের চাকায় পেঁচিয়ে দূর্ঘটনার শিকারহয়। গুরুতর আহত অবস্থায় নান্দাইল সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন ।
Discussion about this post