একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে এনবিআর কর্তৃক এর হয়রানী মূলক মামলা করায় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে গত ১৪ নভেম্বর রাতে আবুধাবী মোহাম্মদীয়া হোটেল হলরুমে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।বিশিষ্ঠ ব্যবসায়ী মোস্তাফা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন আরব আমিরাত বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী রফিক সিকদার।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী আবুল কাশেম,কমিউনিটি নেতা আলহাজ্ব দিদারুল আলম,ব্যাংকার আবদুর রহমান,রফিকুল ইসলাম,আলি হোসেন,হায়াতুর রহমান,ইছা আহম্মদ সহ আরো অনেকে।সভায় একুশে টেলিভিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে এনবিআর কর্তৃক দায়ের করা হয়রানী মূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন,বিগত সরকারের সময়ও একুশে টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল।নানা চড়াই উৎড়াই পেরিয়ে একুশে টেলিভিশন পুনরায় তার আগের অবস্থানে ফিরে এসেছে।কিন্তু এখন আবার একুশে টিভি বন্ধ করার ষড়যন্ত্র চলছে।তবে ইটিভির উপর কোন ধরণের ষড়যন্ত্র বা অন্যায় অবিচার মেনে নেবে না দর্শক ভক্তরা।বক্তারা বলেন,একুশে টিভি সব সময় দেশ ও জাতির ন্যায়ের কথা বলেন।বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে কখনো পক্ষপাত অবলম্বন করেন না। তাছাড়া একুশে টিভির প্রচারিত জনতার কথা,জনদূর্ভোগ,একুশের চোখ,প্রবাসে বাংলাদেশ সহ অন্যান্য সাহসী সংবাদ গুলো মানুষের হুদয়ে স্থান করে নিয়েছে।তাই নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অনেকের গাত্রদাহ হয়ে উঠেছে।এজন্য একুশে টিভি বন্ধের ষড়যন্ত্র হিসাবে একুশে টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা দায়ের করা হয়েছে।এমামলা প্রত্যাহার এবং সরকারের সিদ্ধান্ত পুন:বিবেচনার জোর দাবী জানিয়ে বক্তারা আরো বলেন,এই সরকার গণতন্ত্র ও সংবাদ মাধ্যমকে স্বাধীনতা দেওয়ার কথা বললেও সরকারের ইমেজকে নষ্ঠ করার লক্ষ্যে সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা এক শ্রেণীর অসাধু লোক গণতন্ত্র ও সংবাদ মাধ্যমকে হত্যা চেষ্টায় লিপ্ত হয়ে পড়েছে।তাই অবিলম্বে একুশে টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন তারা।অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারী দেন বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি
Discussion about this post