আমিনুল ইসলাম দুলাল, কসবা প্রতিনিধি- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা: আকছারুল আমীন শনিবার ৫জানুয়ারী কসবায় আসছেন। কসবা উপজেলা পরিষদ চত্বরে শতভাগ ভর্তি, ঝরেপড়ার রোধ, সামাজিক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ উপলক্ষে শুধুমাত্র সরকারী ও বেসরকারী রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রতি স্কুলের ১০ জন মাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ৫২টি কিন্ডার গার্টেন ও ২২টি এবতেদায়ী স্কুলের মা’দের আমন্ত্রণ জানানো হয়নি। এ প্রসংগে উপজেলা শিক্ষা অফিসার লিটন দাস সাংবাদিকদের বলেন, তিনি এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন চিঠি পাননি। এতে কিন্ডার গার্টেন স্কুল ও এবতেদায়ী মাদরাসার মা’দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। জানা যায়, সরকার মা’দের সমাবেশে নিয়ে আসার জন্য তাদের যাতায়াত ও আপ্যায়নের ব্যবস্থা কারার জন্য ভাতা বরাদ্ধ দিয়েছেন।
Discussion about this post