কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ গত শুক্রবার (২৫ জানুয়ারি) অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী কসবা প্রেসকাবের ২০১৩-২০১৪ সালের নির্বাচন সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিজয়ীগণ হচ্ছেন; সভাপতি পদে মো: সোলেমান খান (দৈনিক ভোরের কাগজ), সহ-সভাপতি পদে মো: আবদুল হান্নান (দৈনিক ভোরের ডাক), সাধারণ সম্পাদক পদে নেপাল চন্দ্র সাহা (দৈনিক ইত্তেফাক), সহ-সাধারণ সম্পাদক পদে মো: সোহরাব হোসেন (দৈনিক প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক পদে মো: সিরাজুল ইসলাম ভূইয়া (সাপ্তাহিক সংকেত), অর্থ সম্পাদক পদে মো: অলিউল্লাহ সরকার অতুল (দৈনিক আমার দেশ), দপ্তর সম্পাদক পদে মো: নাজমুল হক সজল (দৈনিক আল হাবিব), কার্যকরী সদস্য পদে মুন্সী রুহুল আমিন টিটু (দৈনিক সংবাদ) ও মুক্তাদির বিল্লাহ পান্টু (দৈনিক বিষান)। কসবা প্রেসকাব আহবায়ক সাংবাদিক লোকমান হোসেন পলার পরিচালনায় নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ার।
নির্বাচন শেষে এলাকার সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কসবা প্রেসকাব সভাপতি মো: সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাবিব উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোরশেদ পারভেজ তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী মো: আজহারুল ইসলাম, কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান মো: জহিরুল হক খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: হেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন আহাম্মদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এম.এইচ. শাহআলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি নারায়ন চন্দ্র দাস ও বাংলার বার্তা সম্পাদক মঈন উদ্দিন সরকার সুমন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন; “সাংবাদিকদের লিখনীর মাধ্যমে আমরা প্রতিদিন সমাজের চেহারাটুকু দেখি। তাই সমাজ পরিবর্তন তথা তথ্য সমৃদ্ধ সমাজ বিনির্মাণে সাংবাদিক সমাজ হলো অগ্রদূত। তিনি সুস্থ ধারার সাংবাদিকতা চর্চা ও এর নেতৃত্ব নির্বাচনে গণতন্ত্র পরিচর্যায় কসবা প্রেসকাবের ভূঁয়শী প্রশংসা করেন।”
Discussion about this post