মো. অলিউল্লাহ সরকার অতুল, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় র্যাপীড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি দল গত রোববার (২৭ জানুয়ারি) গভীর রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মুল্যের ভারতীয় ১শ ২ কেজি গাজাঁ জব্দ করেছে। এ অভিযানের নেতৃত্ব দেন র্যাব-৯ এর মেজর মাহফুজ নুর আমিন। এ ঘটনায় গত সোমবার র্যাবের ডিএডি আবুল হাসেম বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করেছে। কসবা থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মো. হুমায়ুন কবির বলেন; র্যাব তিনলাখপীর এলাকায় অভিযান চালিয়ে ১শ ২ কেজি গাজাঁ উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ১০ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় র্যাব বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করেছে।
Discussion about this post