ব্রাহ্মণবাড়িয়া : নাসিরনগরে প্রায় তিনশতাধিক শিশুদের অংশগ্রহণে শ্রীঘর উত্তর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বুধবার শিশু কার্যক্রমের ওপর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে ব্যতিক্রম ধর্মী শিশু বরণ ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয় । নাসিরনগরে বেসরকারি এনজিও এফআইভিডিবির জনশীলন প্রাথমিক শিক্ষা কর্মসূচীর আওতায় পরিচালিত বুড়িশ্বর ও শ্রীঘর প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলার চেয়ারম্যান আহসানুল হক মাষ্টার । শ্রীঘর প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাউছ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকতার হোসেন ভূইয়া, এফআইভিডিবির জনশীলন প্রাথমিক শিক্ষা কর্মসূর্চীর টিম লিডার মোঃ জসিম উদ্দিন,বুড়িশ্বর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাজলুল হক, বিদ্যালয়ের দাতা সদস্য ইয়াছিন মিয়া । এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলার প্রথমেই এফআইভিডিবির জনশীলন প্রাথমিক শিক্ষা কর্মসূচীর আওতায় পরিচালিত বুড়িশ্বর ও শ্রীঘর প্রাথমিক বিদ্যালয়ের ভর্তিকৃত শিক্ষার্থীদের মাল্যবরণের মাধ্যমে বরণ করা হয়। এছাড়া শিশুদের পরিচালিত ৯টি ষ্টলে তাদের শিক্ষামূলক কর্মকান্ড নিয়ে বিভিন্ন ইভেন্টের শিক্ষাউপকরণ প্রদর্শন করা হয় ।
Discussion about this post