অলিউল্লাহ সরকার অতুল; কসবা, ব্রাহ্মণবাড়িয়া : গত শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে কসবা উপজেলা অডিটরিয়ামে সমাজকল্যাণমূলক সংগঠন সার্চের উদ্যোগে মেধা যাচাই, জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ২৭০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। সার্চের উপদেষ্টা প্রভাষক মো: আলমগীর উসমান ভূইয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড নার্সিং হোমের চেয়ারম্যান প্রকৌশলী আলহাজ্ব কবির আহাম্মদ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন; কসবা পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াস, কসবা প্রেসক্লাব সভাপতি মো: সোলেমান খান, সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সহ-সাধারণ সম্পাদক মো: সোহরাব হোসেন, মাসিক ব্রাহ্মণবাড়িয়া ফিচার সম্পাদক লোকমান হোসেন পলা, আরটিভি জেলা প্রতিনিধি ফজলে রাব্বী, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব এম.এইচ. শাহআলম, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন আহাম্মদ, কসবা টি.আলী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এ. কে. আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আবু ইউসুফ ভূঞা ও কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো: জিয়াউল হুদা শিপন। সার্চ সভাপতি মো: রাকিবুল হক রুমনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: সোলাইমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; শিক্ষক রাজ্জাকুল হক চৌধুরী, সাংবাদিক মুক্তাদির বিল্লাহ পান্টু প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post