ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সরকারিভাবে মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগ কার্যক্রমে ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় নিবন্ধিতদের মধ্যে লটারিতে বাছাইকৃতদের তালিকা প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে বাছাইকৃত সৌভাগ্যবানদের নাম প্রকাশ করেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার। এ সময়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমীন শাহীন, পীযুষকান্তি আচার্য, সাবেক সভাপতি মোহাম্মদ আরজুসহ অন্যান্য সাংবাদিক এবং নিবন্ধনকারী অনেকে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, গত ১৯-২১ জানুয়ারি পর্যন্ত সদর উপজেলাসহ জেলার ৯টি উপজেলায় ইউনিয়ন ও পৌরসভা তথ্য কেন্দ্রে ২৯ হাজার ৭৭৮ জন নিবন্ধন করেছিল এর মধ্যে ৭৪৪ জন লটারিতে নির্বাচিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম সৌভাগ্যবান হচ্ছেন আখাউড়া পৌর এলাকার সুমন দাস। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ইনিয়নের তথ্য কেন্দ্র নির্বাচিতদের তালিকা রয়েছে বলে তিনি জানান।
Discussion about this post