ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা। এসময় তাদের সাথে থাকা লাইসেন্সবিহীন একটি মোটরসাইকেল (সিঙ্গার) ও ৪২ বোতল ফেনসিডিল জব্ধ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ইদ্রিস মিয়া (৩৩) লিটন বিশ্বাস (৩২)। তাদেরকে আখাউড়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
উপজেলার মোগড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শাহজাহান জানান, সোমবার সন্ধ্যায় মোটর সাইকেলে করে দুই যুবক ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় বিজিবির সন্দেহ হলে তাদেরকে তল্লাশী করে ৪২ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। পরে তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়।
Discussion about this post