নাঈম উদ্দিন : সম্প্রতি ব্রুকলিনের বায়তুল মামুর মসজিদে হিফজুল কোরআন গ্রাজুয়েশন উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তারা বলেন , কোরআন এক মোজেজা। ছোট বড় সবাই এই কোরআনকে মুখস্ত করতে পারে, কিয়ামত পর্যন্ত এই কোরআন মানুষের জন্য নির্ভুল হিসাবে টিকে থাকবে মানুষের হেদায়েতের জন্য।
বায়তুল মামুর মসজিদের হিফজুল কোরআন বিভাগের একজন ছাত্র হিফজ শেষ করা উপলক্ষে আযয়োজিত উক্ত অনুষ্ঠানে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ম্যানহাটন ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা শেখ মোস্তফা, মাওলানা আবু সাঈদ আমিন, জ্যামাইকা মুসলিম সেন্টারের হিফজ বিভাগের পরিচালক। মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব আবু আহমেদ নুরুজ্জমান।
অনুষ্ঠানে ছাত্ররা কোরআন থেকে তিলাওয়াত, ইসলামের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা, বিষয় ভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে সকলের মনোযোগ আকর্ষণ করেন।
উল্লেখ্য বায়তুল মামুর মসজিদে এই হিফজ খানা ৩ বছর আগে শুরু হয়। এতে এখন প্রায় ২০ জনের মত নিয়মিত ছাত্র ফুল টাইম হিফজ করছেন।
Discussion about this post