শাহবাগ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কুয়েতে প্রদীপ প্রজ্বলনের কর্মসূচি পালন করে প্রবাসীরা। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের হল রুমে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন তাদের পরিবার পরিজন সহ দূতাবাসের রাষ্ট্রদূত এবং সকল কর্মকর্তারা-কর্মচারি প্রবাসীদের এই আন্দোলনের সাথে একতত্বা প্রকাশ করে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে যোগদেয়। মানবতা বিরোধী, যুদ্ধাপরাধী রাজাকার, আলবদর, আল শামসদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো দূতাবাস হল রুম। প্রবাসী সংগঠক আতাউল গনি মামুন এর নেতৃত্বে প্রবাসীদের পক্ষে প্রথম শ্রম সচিব কে এম আলী রেজার কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।
একুশে টিভিতে প্রচারিত খবর
iframe>
Discussion about this post