নাছিরনগর, ব্রাহ্মণবাড়িয়া : শুক্রবার নাসিরনগর উপজেলার ভূবন-শ্যামপুর মুহাম্মদ কুতুব উদ্দিন ভূইয়া স্মৃতি পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শ্যামপুর আল মদিনা জামে মসজিদ চত্বরে দিনব্যাপী গবীর ও দুস্থ মা ও শিশুর বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। এস.এ.জিসওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ ফয়সাল আহমেদ ভুইয়ার নেতৃত্বে ৫জন চিকিৎসক দিনব্যাপী দুইশতাধিক রোগীর চিকিৎসাপত্র ও সকল রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন সিলেট জজ কোর্টের সাবেক এডভোকেট রশিদ আহমেদ ভুইয়া। পরিষদের সভাপতি ডঃ মহিউদ্দিন মোঃ শাহজাহান ভুইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভূবন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আবদুল কাদের , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকতার হোসেন ভূইয়া, সালাউদ্দিন পিন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
Discussion about this post