অলিউল্লাহ সরকার অতুল; কসবা, ব্রাহ্মণবাড়িয়া : দেশব্যাপী রেললাইনে আগুন, স্লিপার তুলে ফেলা ও ট্রেনের বগিতে আগুন লাগিয়ে নাশকতা সৃষ্টির কারণে জনমনে আতংক দেখা দিয়েছে। কসবা উপজেলায় নাশকতা এড়াতে ও নির্বিগ্নে ট্রেন চলাচলের স্বার্থে গ্রাম পুলিশ দিয়ে উপজেলার ১৬ কিলোমিটার এলাকা জুরে রেল লাইন রাত জেগে পাহাড়া দেয়া হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জানান, অফিসার ইনচার্জ কসবা থানা মো. বদরুল আলম তালুকদার, বায়েক ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সরকার, কসবা পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াস, বিনাউটি ইউপি চেয়ারম্যান এম এস আলম ভূইয়া দুলাল ও গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সাথে পরামর্শ করে গ্রাম পুলিশ দিয়ে রেল লাইন পাহাড়া দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
Discussion about this post