মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী’র মুক্তির দাবীতে সাঈদী মুক্তি পরিষদ হাসাবিয়া অঞ্চলের উদ্যোগে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাসাবিয়া দোস্তি হোটেলে আয়োজিত প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন দীন মোহাম্মদ। বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে ও অনতি বিলম্ভে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দেয়ার দাবি জানান বক্তরা, না দিলে প্রবাস থেকে আরো কঠোর আন্দোলন করার কথা ব্যক্ত করেন। সে সময় মুক্তি পরিষদ হাসাবিয়া অঞ্চলের জামান, আলা উদ্দিন, ফয়েজ, আবদুল কাদের, বাদল সহ অগনিত সাঈদী ভক্ত উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশ নেয়। মোনাজাত পরিচালনা করেন আল হাজ্জ্ব মাওলানা রেজাউল করিম।
Discussion about this post