ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় গত বুধবার সন্ধায় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মাসুদ মিয়া (৩০) নামের এক মটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে; গত বুধবার (২৭ মার্চ) সন্ধায় মটরসাইকেল আরোহী মাসুদ মিয়া মটর সাইকেল চালিয়ে বাড়িতে রওয়ানা করেন। এ সময় সিলেট অভিমুখী একটি ট্রাক (ট- ১১-৬৭৮৫) কাঠেরপুল এলাকায় মুখোমুখী সংঘর্ষ হয়। মটর সাইকেল আরোহী ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ট্রাকটিকে আটক করেছে। নিহত মাসুদ মিয়া নবীনগর উপজেলার বিটঘর গ্রামের রহিম মিয়ার ছেলে।
Discussion about this post