আক্তার হোসেন ভূইয়া, নাছিরনগর, ব্রাহ্ম ণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার ভলাকুট গ্রামের রুকন মিয়ার মেয়ে সুমাইয়া খানম (২) ও হোসাইন খানের ছেলে বিল্লাল খান(২) বাড়ির সামনে খেলা করতে গিয়ে পুকুরে পড়ে ডুবে যায় । এরপর তাদেরকে আর খুজে পাওয়া যায়নি। পরে দুই শিশুর লাশ পুকুরে ভাসতে দেখে লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এদিকে একই দিন বিকালে উপজেলার তুল্লা পাড়া গ্রামের গোবিন্দ্র দাসের আড়াই বছরের শিশু হরিচরণ দাস পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে গেলে লোকজন তাকে উদ্ধ্যার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
Discussion about this post