পাবনা থেকে মোবারক বিশ্বাস ঃ পাবনায় স্কয়ার ফামাসিটিক্যালসের আন্তঃবিভাগীয় টি টয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে পাবনার সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনালে ম্যাচে ট্যাবলেট বিভাগ চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে হারবাল দল। নির্ধাারিত ২০ ওভারের খেলায় হারবাল দল সবকটি উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে জবাবে ট্যাবলেট দল ১৪ ওভার ৫ উইকেট হারিয়ে জয়ের ল্েয পৌছে।
প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্কয়ার ফার্মার আবাসিক উপদেষ্টা দবিরউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মার জেনারেল ম্যানেজার জীবন কুমার, ফার্মার এইচ আর ডি বিভাগের সিনিয়র ম্যানেজার মেজর (অব.) জিয়াউর আহ্সান, সিনিয়র ম্যানেজার (প্রডাকশন) মিজানুর রহমান ও স্কয়ার ফামাসিটিক্যালসের উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এই ক্রিকেট টুর্নামেন্ট গত ৪ জানুয়ারী শুরু হয় এবং স্কয়ার ফার্মার ১২ টি বিভাগ অংশ গ্রহণ করে। ফাইনালসহ মোট ১৯ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
Discussion about this post