ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে বিজিবির সার্বিক ব্যবস্থার উন্নয়ন ও শক্তি বৃদ্ধিকরন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে সরাইলে বিজিবির উত্তর পূর্ব রিজিয়ন সদর দপ্তরের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার উদ্বোধন করেন রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এবিএম গোলাম মোস্তফা। মূল বক্তব্য উপস্থাপন করেন বিজিবি ৫ ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল সফিউল আজম। বক্তব্য রাখেন বিজিবি ১২ ব্যাটঃ এর উপ অধিনায়ক মেজর মোঃ শাজাহান সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া মহিলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভেকেট আলেয়া চৌধুরী ও এনজিও ব্যাক্তিত্ব আবুল বাসার। আলোচনায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সরাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ূব খান, সাংবাদিক মনির হোসেন, স্কুল শিক্ষক শেখ এনায়েত রাসেল ও ইউপি সদস্য ফয়সল আহমেদ বাসির
Discussion about this post