পাবনা থেকে মোবারক বিশ্বাস ঃ অব্যাহত দরপতনের প্রতিবাদে পাবনায় বিনিয়োগকারী এ্যাসোসিয়েশন মঙ্গলবার দুপুর ১২টায় স্কয়ার সিকিউটিরিজ পাবনা শেয়ার বাজারের সামনে বিােভ মিছিল করেছে। মিছিল শেষে স্কয়ার সিকিউটিরিজের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে পাবনার বিনিয়োগকারীরা অবিলম্বে এ.এ ই.সির সভাপতি, ডি.এস.ই এর সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের পদত্যাগ দাবী করেন। সমাবেশে বিনিয়োগকারীরা দ্রুত শেয়ার মার্কেট ভাল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তপে কামনা করেন। পাবনা বিনিয়োগকারী এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ আব্দুল্লাহ আল হাসান মিঠুর, সভাপাতিত্বে বক্তব্য রাখেন, রেজাউল করিম বাদশা, মোঃ ফজলে আশিফ, বারেক মন্ডল বিপ্লব, আরিফ চৌধুরী, রিপন, আল আমীন প্রমুখ।
Discussion about this post