বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে পুত্রের ছুরিকাঘাতে তৈয়ব আলী (৭০) নামে এক ব্যক্তি খুন হওয়ার ঘটনা ঘটেছে। সে সারিয়াকান্দি পৌর এলাকার বাড়ইপাড়া (ঢেকের পাড়া ) গ্রামের মৃত আবো প্রামানিকের পুত্র। ঘাতক পুত্র মিলন পলাতক রয়েছে।
জানা গেছে , মিলন পিতার কাছে বসতবাড়ির জমি লেখে নেওয়ার জন্য পিতার সাথেই গত মঙ্গলবার কর্নিবাড়ি ইউনিয়নের ডাকাতমারা চরে তৈয়ব আলীর মেয়ের বাড়িতে বেড়াতে যায় বখাটে পুত্রকে তৈয়বআলী জমি লেখে দিতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে পুত্র মিলন পিতা তৈয়বআলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় । তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সারিয়াকান্দি হাসপাতালে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
Discussion about this post