অলিউল্লাহ সরকার অতুল; ব্রাহ্মণবাড়িয়া : কসবা-আখাউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের অভিষেক অনুষ্ঠান গত ৪ মে ২০১৩ কসবা উপজেলা অডিটরিয়ামে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি এডভোকেট এম. এস আলম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এড. মোহাম্মদ শাহআলম বলেন, আমরা সকলেই জনগণের ভোটে নির্বাচিত। তাই জনগণের কাছে আমরা দায়বদ্ধ বলেই তাদের ভাগ্যউন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নামমাত্র সম্মানী ভাতা, বৃদ্ধির জন্য সংসদে কথা বলবেন বলে আশ্বাস দেন।
অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া বকুল, আখাউড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ বোরহান উদ্দিন, কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার বশিরুল হক ভূইয়া, কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইকলিল আজম, আখাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, কসবা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী মো: আজহারুল ইসলাম, আখাউড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনির হোসেন বাবু, কসবা থানা অফিসার ইনচার্জ মো. বদরুল আলম তালুকদার ও উপজেলা যুবলীগ সভাপতি এম.জি হাক্কানী। স্বাগত বক্তব্য রাখেন; ফোরামের সাধারণ সম্পাদক চেয়ারম্যান শাহনেওয়াজ খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন; ইউপি চেয়ারম্যান যথাক্রমে মো. আমজাদ হোসেন সরকার, মোস্তফা কামাল, মো. নান্নু মিয়া, আবদুল হান্নান স্বপন, এম. মারুফ হাছান, বিল্লাল হোসেন, গোলাম জিলানী, ব্যাংকার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, ইউপি সচিব আবদুর নুর, ইউপি সদস্য নার্গিস আক্তার, ফরিদা পারভীন, ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও বাছির মিয়া।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাফিকুর রহমান শাফি।
Discussion about this post