নাজমুল হুদা মানিক, ময়মনসিংহ ॥ বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ সদর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠনা করা হয়েছে। আগামী ২৯ জুনের সম্মেলনকে সফল করার জন্য হোসেন আহম্মেদ শাহীনকে আহবায়ক, মো: জিয়াউল হক ও মো: হাবিবুর রহমানকে যুগ্ন আহবায়ক মো: আইনুল হক তুরান, রিদ উদ্দিন এবং মো: আলম সহ বেশ কয়েকজকে সদস্য করা হয়। জেলা নাগরিক আন্দোলন কার্যালয়ে গতকাল সন্ধ্যায় জেলা শাখার সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়। জেলা শাখার সাধারন সম্পাদক মো: শরিফুল ইসলাম সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহসভাপতি এডভোকেট মাকসুদুর রহমান নয়ন, যুগ্ন সাধারন সম্পাদক মো: আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক মো: সারফুল ইসলাম খান জিকু, অর্থ বিষয়ক সম্পাদক মো: এমদাদুল হক মিন্টু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো: বদরুল আলম দুদু সহ জেলার নেতৃবৃন্দ।
Discussion about this post