মানবজমিন ডেস্ক: মেজর জেনারেল মোহাম্মদ আস্হাব উদ্দীন, এনডিসি, পিএসসিকে কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেনারেল আস্হাব ১৯৭৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তার দীর্ঘ বর্ণাঢ্য সামরিক পেশায় তিনি সাভার ও চট্টগ্রাম সেনানিবাসের জিওসি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ এবং ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় জাতিসংঘের অধীনে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্ট্যাডিজ এবং পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রিধারী সামরিক ওই কর্মকর্তা ভারতের মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব ফিলোসফি (এমফিল) ডিগ্রি লাভ করেছেন। জাতীয়, আন্তর্জাতিক এবং স্ট্রাটেজিক ইস্যুতে দেশ-বিদেশে তিনি বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেন। মেজর জেনারেল আস্হাব উদ্দীন বিবাহিত এবং এক কন্যা ও পুত্রের জনক।
Discussion about this post