বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীন সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে বিতর্কিত ভাবে রায় দিয়ে ফাসির আদেশ দেওয়ার প্রতিবাদে কুয়েত বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় প্রতিবাদ সভা।কুয়েত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শোয়েব আহম্মেদ'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক কাজী মঞ্জুরুল আলম,সহ সভাপতি মোহাম্মদ মাঈন উদ্দিন,সহ সাধারন সম্পাদক আখতারুজ্জামান,আজিজ উদ্দিন মিন্টু,সাংঠনিক সম্পাদক হুমায়ুন কবীর মায়মুন।অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ন সম্পাদক আবুল হাসেম এনাম ও সহ সাংগঠনিক সম্পাদক আনম তোহা মিলন।
বক্তব্য রাখেন ফায়জুর রহমান সুমন,সফি উল্লা লিটন,মোস্তাফিজুর রহমান,ইলিয়াজ কাজী,আব্দুল লতিফ,আব্দুল মোতালেব,আনিসুল হক উল্কা,আজাদ নুর,আব্দুল কাদের,মোশারফ হোসেন,সাইফুল ইসলাম,মোস্তফা ফারুকী,শাহ জাহান সবুজ,আব্দুস সোবহান প্রমুখ।
বক্তারা এই প্রহসনমুলক রায়ের তীর্ব বিরোধীতা করেন।তারা বলেন এই রায় সম্পুর্ন বিতর্কিত,যে রায় ঘোষনার দুই দিন আগেই ইন্টারনেটে প্রকাশ হয়ে যায় সেটি গ্রহনযোগ্য হতে পারেনা।সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক অবস্থানের কারনেই এই রায় প্রদান করা হয়েছে।আওয়ামীলীগ একটি সন্ত্রাসী দল তাই তারা এই সব রায়ের মাধ্যমে বিএনপিকে উস্কানী দিয়ে সহিংস পথে ঠেলে দিতে চায়।বিএনপি জনগনকে সাথে নিয়ে এই সব ষঢ়যন্ত্র রুখে দিয়ে আগামীতে ক্ষমতায় এসে দেশ থেকে সহিংসতা দূর করে দেশে শান্তি প্রতিষ্ঠা করবে।এবং বর্তমান বিতর্কিত মানবতা বিরোধী ট্রাইবুনালের সাথে যারা জড়িত আছে তাদের সকলের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সালাউদ্দিন কাদের চৌধুরী দেশে না থাকলেও তার বিরুদ্ধে যে সব সাজানো অভিযোগ আনা হয়েছে সেগুলো প্রত্যাহার করে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মুক্তি দেওয়ার দাবি জানান কুয়েত বিএনপির নেতারা।
Discussion about this post