দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসের অন্তভুক্ত আমাদের অনেকের মোবাইল ফোন থেকেই বাংলা সাইট দেখা যায় না। মোবাইল ফোন থেকে বাংলা সাইট দেখতে প্রথমে মোবাইল ফোন থেকে WWW.opera.com/mini ঠিকানার ওয়েবসাইট থেকে অপেরা সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
এবার অপেরা খুলুন এবং অ্যাড্রেস বারে গিয়ে opera:config লিখে OK করুন, এরপর অপেরা ইউজার সেটিংস আসবে; এখান থেকে User bitmap fonts for complex scripts অপশনে Yes দিয়ে save করুন।
এখন Menu/Tools/Settings-এ যান, Mobile view সক্রিয়করে Font size-এ Large নির্বাচিত করুন। এখন ইউনিকোড সমর্থিত যেকোনো বাংলা ওয়েবসাইটে প্রবেশ করলেই পরিষ্কারবাংলা দেখতে পারবেন।
Discussion about this post