কুয়েত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের যে কোন প্রয়োজনে সার্বক্ষণিক সহযোগিতা/সহায়তা প্রদানের লক্ষ্যে মান্যবর রাষ্ট্রদূত দূতাবাস হেল্প লাইন (ঐবষঢ় খরহব) চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের সমস্যা সম্পর্কে দূতাবাসকে অবহিত করা বা প্রয়োজনীয় তথ্য জানার জন্য নিম্নোক্ত হেল্প লাইনসমূহে যোগাযোগ করতে পারেন। ঐবষঢ় খরহব এর উদ্দেশ্য হচ্ছে কুয়েত প্রবাসী বাংলাদেশীদের যে কোন সমস্যা/সামগ্রিক অবস্থা সম্পর্কে দূতাবাসকে অবহিত করা।
ল্যান্ড লাইন:
—————
☼ ২৪৯১-৩২১৯ (রিসিপশনিস্ট রুনা মো: লায়েক, প্রতি কর্মদিবসে সকাল ৮:৩০ থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত)
☼ ২৪৯১-৩২২০
মোবাইল:
———–
☼ ৫৫৪-৮৪৩৯৩ (মো. শওকত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা)
☼ ৬৭৭৩-৩৭২১ (মো. ওয়াহিদুজ্জামান ঠাকুর, কমপিউটার অপারেটর)
☼ ৯৪৪২৯৭৪৪ (মো. ফরিদ হোসাইন, কল্যাণ সহকারী)
☼ ৯৯৪৬-৭৫৩৮ (মো. আনোয়ার শাহদাত, কল্যাণ সহকারী)
☼ ৯৯৫৩-৬৭৪৩ (তৌহিদুল ইসলাম মজুমদার, কল্যাণ সহকারী)
(প্রত্যেক প্রবাসী অন্তত একটি বা দুইটি মোবাইল নাম্বার তার ফোন সেটে এন্ট্রি করে রাখুন।)
ফ্যাক্স:
——-
☼ ২৪৯১-৩২০৫ (মান্যবর রাষ্ট্রদূত ও দূতালয় প্রধান)
☼ ২৪৯১-৩২০৪ (শ্রম উইং)
ই-মেইল: ambassador.kuwait@mofa.gov.bd (মান্যবর রাষ্ট্রদূত এর অফিস)
ওয়েব পেজ: http://kuwait.mofa.gov.bd/
ফেইসবুক: www.facebook.com/BDEmbKuwait
এছাড়াও দূতাবাসের প্রধান ফটকে একটি কমপ্লেইন/সাজেশন বক্স লাগানো আছে, যেখানে আপনার পূর্ণ ঠিকানাসহ অভিযোগ/সমস্যা/সাজেশন লিপিবদ্ধ করুন।
Discussion about this post