শীতের প্রকোপ থেকে বাঁচতে শরীরকে উষ্ণ রাখার জন্য সেই প্রাচীনকাল থেকেই মানুষ গরম কাপড়ের ওপর নির্ভর করে আসছে।
কিন্তু, একদল মার্কিন গবেষক দাবি করছেন, হাতের কবজিতে পরিধান উপযোগী একটি বিশেষ তাপ-বৈদ্যুতিক যন্ত্র (ব্রেসলেট) ব্যবহার করলে গরমের কাপড় প্রয়োজন পড়বে না।
শীতে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এ কথা চিন্তা করে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একদল গবেষক তাপমাত্রা নিয়ন্ত্রণে এ ব্রেসলেট তৈরি করেছেন। গবেষকেরা এ ব্রেসলেটের নাম দিয়েছেন ‘রিস্টিফাই’।
এ ব্রেসলেট মানবদেহের তাপমাত্রা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় তাপ তরঙ্গ হাতের মধ্য দিয়ে শরীরের অভ্যন্তরে পাঠায় এবং শরীরের তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখে।
গবেষকেরা বলেন, ব্রেসলেটে ব্যবহার করা হয়েছে তামার যৌগের তাপ পরিবাহক (হিটসিংক), যা ত্বকের মধ্য দিয়ে তাপ তরঙ্গ আকারে প্রবাহিত হয়। এছাড়াও ব্যবহার করা হয়েছে একটি লিথিয়াম পলিমার তড়িৎকোষ বা ব্যাটারি, যা টানা আট ঘণ্টা মানবদেহে তাপ সরবরাহ করতে পারে।
বাণিজ্যিক ভিত্তিতে রিস্টিফাই উৎপাদনের জন্য বর্তমানে কাজ করছেন গবেষকেরা। এটি অতি শিগগিরই বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
Discussion about this post