কুয়েত প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির রাজধানী হোটেলে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত’র ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুর রব। সংগঠন’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাক আলী ফেরদৌস এর সঞ্চালনায় মাতৃভাষা দিবস এর বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন সহ সভাপতি শফিকুল ইসলাম, মোঃ সেকেন্দার, সাংগঠনিক সম্পাদক আলী আব্দুল ওয়াহিদ, মহিলা সম্পাদিকা সীমা ইসলাম, সেচ্ছা সেবক লীগ এর সাধারণ সম্পাদক শামসুল হক, সৈনিক লীগ সভাপতি ইমাম উদ্দিন বাদল, শ্রমীক লীগ সভাপতি মোঃ হানিফ মিয়া প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন’র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে জামাত শিবির রাজনীতি বন্ধসহ যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকর করার আহ্বান জানান। সকল শহীদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
Discussion about this post