স্টাফ রিপোর্টার : আজ ২৩ এপ্রিল ময়মনসিংহ পৌরসভার দুইবার নির্বাচিত জনপ্রিয় মেয়র মরহুম এড. মাহমুদ আল নূর তারেক এর ৫ম মৃত্যুবার্ষিকী। ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা সিরাজ মেমোরিয়াল ক্লাবে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে আয়োজিত এ দোয়া মাহফিলে আত্মীয় স্বজন, গুনগ্রাহী ও সকল শ্রেণী পেশার মানুষদের উপস্থিত থাকার জন্য মরহুমের একমাত্র পুত্র ফারামার্জ আল নূর রাজিব সকলকে অনুরোধ জানিয়েছেন। উলে¬খ্য মরহুম তারেক ময়মনসিংহ জজ কোর্টের সাবেক পিপি, রেডক্রিসেন্ট সোসাইটি সাবেক সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির ৪ বার নির্বাচিত সভাপতি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও সিরাজ মেমোরিয়াল ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
Discussion about this post