আল্লামা গোলাম হাক্কানী (রঃ)’র মৃতুবার্ষিকী পালিত
শেখ মো. কামাল উদ্দিন, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) থেকেব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সদরের ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীর, বহুগ্রন্থ প্রণেতা, বহু দ্বীনি শিক্ষাঙ্গণের প্রতিষ্ঠাতা, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন, অসংখ্য আলেমের উস্তাদ আল্লামা হযরত মাওলানা শাহ মুহাম্মদ গোলাম হাক্কানী (রঃ) এর ৫ম মৃতু বার্ষিকী গত শনিবার (২৬ এপ্রিল) বেলা ১০টায় আড়াইবাড়ী দরবার শরীফে পালিত হয়। আড়াইবাড়ী দরবার শরীফের বর্তমান গদ্দিনশিন পীর হযরত মাওলানা মোহাম্মদ গোলাম সারোয়ার সাঈদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া বকুল। বিশেষ অতিথি ছিলেন কসবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররাফ হোসেন ইকবাল, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিন আহাম্মদ, মো. নুরুল ইসলাম, সমাজ সেবক কাজী মো. সিরাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা এম এইচ শাহ আলম, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। এ উপলক্ষে আড়াইবাড়ী কামিল মাদরাসার ছাত্র শিক্ষক, মুরিদান ও ভক্তবৃন্দের উদ্যোগে দরবার শরীফ প্রাঙ্গণে কুরআন খতম, জিকির-আজকার, আলোচনা শেষে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়। আল্লামা গোলাম হাক্কানী (র) ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্কদের কুরআন শিক্ষা প্রকল্প উদ্বোধন করা হয়। এতে এলাকার বয়স্কদেরকে পবিত্র কুরআন-হাদীস ও জরুরী মাসআলা-মাসায়েল শিক্ষা দেয়ার ব্যবস্থা করা হবে।
Discussion about this post