৯ম বাংলাদেশ ও ১ম সানসো স্কাউট জাম্বুরীতে সফলতায় কসবার একমাত্র অংশ গ্রহণকারী দলসৈয়দ ইমাম মুক্ত স্কাউট গ্রুপ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ৯ম বাংলাদেশ ও ১ম সানসো স্কাউট জাম্বুরী এপ্রিলের ৪ থেকে ১১ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী গাজীপুরস্থ মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে সারাদেশ থেকে প্রায় সাড়ে তিন’শটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ৫টি দলের মধ্যে কসবা উপজেলার একমাত্র অংশ গ্রহণকারী দল উপজেলা সদরের ইমাম প্রি-ক্যাডেট স্কুল পরিচালিত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইমাম মুক্ত স্কাউট গ্রুপ। ইউনিট লিডার মো. দেলোয়ার হোসেন বাদল ও সহকারি ইউনিট লিডার মো. ইব্রাহিম খলিল জসিমের নেতৃত্বে স্কাউট আলাউদ্দিন নিপু, গোলাম কিবরিয়া অপু, মো. ইমন, সাজ্জাদ হোসেন, শেখ ফাহিম ফয়সাল, মোহাইমিনুল হোসেন চকদার, তানভির হাসান বিজয়, রোমান সরকার মেহেদী, মো. ইয়ামিন, রিহান ভূইয়া। জাম্বুরীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে কসবা উপজেলার মো. নজরুল ইসলাম চৌধুরী (উডব্যাজার) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভিলেজের এক্সিজিকিউটিভ নিরাপত্তা ও মো. অলিউল্লাহ সরকার অতুল (সি এ এল টি) ১৯৬২ সাব ক্যাম্পের এসিস্ট্যান্ট ডিরেক্টর (প্রোগ্রাম) হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি ইমাম প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক নিয়াজ মো. কাজল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সনদ ও পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আঞ্চলিক উপ-কমিশনার এবিএম আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইমাম, প্রধান শিক্ষক আবু ইউসুফ ভূইয়া, সাংবাদিক শেখ মো. কামাল উদ্দিন ও আল মামুন ভূইয়া প্রমুখ।
Discussion about this post