একুশে টেলিভিশনের বিভাগীয় ও জেলা প্রতিনিধি সম্মেলন এবং দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হলো। সারাদেশের ৬৫ জন প্রতিনিধি এ সম্মেলনে যোগ দেন। কর্মশালায় পেশাগত দক্ষতা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনার পাশাপাশি এ বছরের জন্য সেরা প্রতিনিধির নামও ঘোষনা করা হয়। সমাপনি অনুষ্ঠানে একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম বিজয়ীদের পুরস্কার বিতরন করেন এবং আগামির পথচলার দিক নির্দেশনা দেন।
সারাদেশের খবর সংগ্রহ করে একুশের সংবাদকে যারা প্রতিমুহুর্তে প্রাণবন্ত করে থাকেন সেই জেলা প্রতিনিধিদের মিলন মেলায় পরিণত হয়েছিল একুশের কার্যালয়। সকালে সম্মেলন ও কর্মশালার পরিচিত পর্বে উপস্থিত ছিলেন প্রধান বার্তা সম্পাদক ইব্রাহিম আজাদ, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারি ব্যবস্থাপক তারিক হাবিব ও ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মুশফিকা নাজনীন।
এছাড়া সারাদিন চলে পেশাগত দক্ষতা বৃদ্ধির নানা কৌশল নিয়ে আলোচনা। সংবাদ সংগ্রহ আর প্রেরনের যাবতীয় কৌশলের সঙ্গে আরও নিবিড় পরিচয় করিয়ে দেয়া হয় প্রতিনিধিদের।
প্রতিমুহুর্তে দর্শকদের খবরের চাহিদা পূরন করেন যে প্রতিনিধিরা তারা জানান তাদের নানা সমস্যা আর সম্ভাবনার কথা।
বিকেলে সমাপনি অনুষ্ঠানে যোগ দেন একুশের চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম। তিনি একুশেকে এগিয়ে নিতে তাদের দেন দিকনির্দেশনা।
সবশেষে এবছর প্রতিনিধিদের কাজের স্বীকৃতি হিসেবে দেশসেরা প্রতিনিধির নাম ঘোষনা করে তার হাতে পুরস্কার তুলে দেন একুশের চেয়ারম্যান।
Discussion about this post