কুয়েতে সত ও নিরপেক্ষ ইলেকট্রনিক ও পিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ কুয়েতের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মকান্ডে মর্মাহতকুয়েত প্রতিবেদক ঃ আল আমিন রানাসাংবাদিকতা একটি মহান পেশা। সকলের হৃদয়েই সাংবাদিকদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাবোধ রয়েছে। কিন্তু কেউ যদি সাংবাদিকতাকে ব্যবসা হিসাবে বা নিজের পকেট সাংবাদিক হিসাবে গ্রহন করে তখনই ঘটে বিপত্ত। পেশার চাহিদা মোতাবেক অনেকের মাঝে রয়েছে সততা নিষ্ঠা ও দায়িত্বশীনতা। আর সে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় যারা মাঠর্পজায় কুয়েতে সাংবাদিকতা করে তাদের মূল্যয়ন দিতে ভুলে যায় রাজনৈতিক ব্যক্তিবর্গ। সম্প্রতি কুয়েতে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যারা সত নির্দলীয় নিরপেক্ষ ও নিষ্ঠাবান স্বচ্ছ বস্তনিষ্ঠ সংবাদ প্রেরণ করেন তারা কুয়েতে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাস্কৃতিক, অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করতে অনুষ্ঠানে উপস্থিত হন। কিন্তু সংগঠনের আচার-আচারণে মাঠর্পজায়ে যে সব সত ও নিষ্ঠাবান সাংবাদিকরা কুয়েতে সংবাদ প্রেরণ করে থাকেন তারাঁ মর্মাহত। আর যারা সাংবাদিকতা এই মহান পেশাকে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের হাত করে হলুদ সাংবাদিকতা ও দালালি করে থাকেন তাদের বেইশ কদর করে থাকেন অনুষ্ঠানস্থলে। আর যারা নিরপেক্ষ ভাবে সাংবাদিকতা করেন তাদের মূল্যয়ন করাটা যেন ভুলে যায়। সম্প্রতি কুয়েতে রাজনৈতিক সংগঠন গুলোর বহিঃপ্রকাশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ৩৬ বছর উৎযাপন উপলক্ষ্যে কুয়েতের যুবদলের একাংশ আলোচনা ও কেক কাটার আয়োজন করেন কুয়েত সিটির রাজধানী হোটেলে গত ১৩ই নভেম্বর ২০১৪। সংগঠনের যুগ্ন সম্পাদক শাহজাহান সবুজ অনুষ্ঠান উপস্থাপনা করেন। উপস্থাপনায় সভাপতি,প্রধান অতিথী ও বিশেষ অতিথীবৃন্দদের মঞ্চে আসন গ্রহন করার জন্য আহ্বান করেন। একে একে সকলেই মঞ্চে আসন গ্রহন করেন। এবার উপস্থাপনায় বক্তব্য দেয়ার জন্য অতিথীদের আহ্বান করেন। বক্তাদের বক্ত্যবের পর অনুষ্ঠানে সাংবাদিক পরিচিতির পালায় নিজের পকেট ও দালীয় সাংবাদিকদের নাম ঘোষনা করেন। অথচ সামনের টেবলেই উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় প্রিন্ট ও ইলেকট্্রনিক মিডিয়ার কুয়েত প্রতিনিধি ৫জন সাংবাদিক। সংগঠনের যুগ্ন সম্পাদক এমন কয়েক জন সাংবাদিকের নাম ঘোষনা করলেন যার সাংবাদিকতার জীবনে তার হাতের কলম থেকে কুয়েতের অসহায় শ্রমিকদের একটি প্রতিবেদন অদ্য প্রকাশ হয়নি দেশের জাতীয় পত্রিকাতে। অথচ যারা নিয়মিত সংবাদ প্রতিবেদন কুয়েত থেকে প্রেরণ করে বাংলাদেশের জাতীয় পত্রিকা গুলোতে। সে সব সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত থাকার পরও অনুষ্ঠানে নাম ঘোষনা পর্বে দিধাবোধ করেন নাম প্রকাশের। শুধু যুবদল নয় কুয়েতের বিভিন্ন রাজনৈতিক সংগঠন গুলোই এইভাবে সাংবাদিকদের আমন্ত্রণ করে উপস্থিতি পালায় নাম ঘোষনার সময় দলীয় বা দলের নেতা কর্মীদের পোষা সাংবাদিকদের নাম প্রকাশ করে থাকেন,যার ফলে উপস্থিত সত ও নিরপেক্ষ সাংবাদিকরা মর্মাহত উপলব্দি করেন তাদের এমন কর্মকান্ডে। একঝাঁক সময়ের হিরন্ময় কলম সৈনিক কুয়েতে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া,পিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা দীর্ঘ দিন থেকে কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ-বিদেশে বিভিন্ন মিডিয়ায় কুয়েতে অবস্থানরত বাংলাদেশীদের সংশ্লিষ্ঠ সকল খবরা খবর প্রেরণ করে থাকে। কুয়েতে বাংলাদেশের মান অক্ষুন রাখতে সকল অপসংসার প্রচারনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ্য হউক এই প্রত্যশা সত ও নিষ্ঠবান সংবাদ কর্মীদের।
Discussion about this post